ইংরেজ বাজার

গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সুপারের প্রেস মিট

 

জাতীয় সড়কের ধার থেকে মাথা কাটা দেহ উদ্ধার হওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন।

    উল্লেখ্য, ১ লা নভেম্বর গাজোলের গাজোল-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক সংলগ্ন দেওতলা অঞ্চলের হিয়া খোর এলাকা থেকে এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ায় মালদা জেলায়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। শনিবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে গাজোল থানার পুলিশ। এই ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন।